বাংলাদেশের তথ্য কমিশন একটি পরীক্ষার সম্মুখীন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে পুলিশের কাছে তথ্য না পেয়ে একজন মানবাধিকারকর্মীর করা আবেদনের কারণে তথ্য কমিশন এ পরীক্ষার মুখোমুখি হয়েছে। সম্ভবত এ বিষয় কমিশনের সামনে এ সুযোগ করে দিয়েছে, যাতে করে কমিশনের সদস্যরা এ সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন আছে কি না, সেটার প্রমাণ দিতে পারবেন।
সংবাদপত্রের খবরে জানা যাচ্ছে, একজন মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি গত বছরের জুন মাসে পুলিশের কাছে জানতে চেয়েছিলেন, এ আইনের আওতায় কতজন আটক আছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ কী, ইত্যাদি। তথ্য অধিকার আইনের আওতায় করা এ অনুরোধের উত্তরে পুলিশ তাঁকে তথ্য দিতে অস্বীকার করায় হাম্মাদি তথ্য কমিশনের শরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে শুনানি হয়েছে, কমিশন আগামী ২ ফেব্রুয়ারি আদেশ দেবে। পুলিশ হাম্মাদিকে তথ্য দেয়নি এই যুক্তিতে যে এ ধরনের তথ্য দিলে ‘আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হবে’।