দাঁড়িয়ে নিচ্ছে যাত্রী, উপেক্ষিত স্বাস্থ্যবিধি!

বার্তা২৪ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ১১:৫৭

যত আসন তত যাত্রী নিয়ে চলার কথা গণপরিবহন। মানার কথা ১১ বিধিনিষেধ। কিন্তু রাজধানীর অনেক জায়গাতেই দেখা যায় একেভারে ভিন্ন চিত্র। যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি আর পরিবহন কর্তৃপক্ষ মানছেন না বহননীতি!


রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডা, গুলশান, রামপুরা, মহাখালীতে এমন চিত্র দেখা যায়।


মাস্ক ছাড়া গণপরিবহনে তোলা নিষেধ থাকলেও দেখা যায় বাসের হেলপার, কন্ট্রাক্টর এবং চালকের মুখেও নেই মাস্ক। বাসে উঠা যাত্রীদের মুখেও নেই মাস্ক! এছাড়া যত আসন তত যাত্রীর পরিবর্তে যাত্রী তুলছে ইচ্ছামত।


বাড্ডা থেকে ছেড়ে যাওয়া দেওয়ান পরিবহনে দেখা যায়, সিট পূর্ণ হওয়ার পরেও দাঁড়িয়ে যাত্রী নিতে। পরিবহনের হেলপারকে এত যাত্রী নেয়ার কারণ জানতে চাইলে বলেন, মানুষ উঠলে আমাদের কি করার! মানুষ তো যাইতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও