২০২১ সালে মোবাইল অ্যাপে ব্যয় হয়েছে ১৭ হাজার কোটি ডলার
গত বছর মোবাইল অ্যাপে ভোক্তাব্যয় ১৭ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। আগের বছরের তুলনায় তা বেড়েছে ১৯ শতাংশ। অ্যাপ অ্যানির ‘স্ট্যাট অব মোবাইল ২০২২’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেক ক্রাঞ্চ ও বিজনেস টুডে।
আইওএস, গুগল প্লেসহ চীনে থার্ড পার্টি অ্যান্ড্রয়েড অ্যাপে ভোক্তাব্যয় বেড়েছে। অ্যাপ অ্যানির প্রতিবেদনে আরো বলা হয়, ভোক্তারা বিভিন্ন অ্যাপে রেকর্ড ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ঘণ্টা সময় ব্যয় করেছেন। গবেষণা সংস্থাটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা (সিইও) থিওডর ক্রান্টজ জানান, সর্বকালের সেরা ডিভাইস হিসেবে দাঁড়িয়েছে মোবাইল। বড় স্ক্রিনের ব্যবহার তুলনামূলক কমেছে এবং মোবাইল স্ক্রিন নির্ভরতা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। সময় কাটানো, ডাউনলোড এবং আয়ের দিক থেকে সর্ব রেকর্ড ভেঙে দিয়েছে সেলফোন।
২০২১ সালে সর্বাধিক ডাউনলোড হওয়া শীর্ষ পাঁচ অ্যাপ হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম। ভোক্তাদের সময় কাটানোর দিক থেকে শীর্ষে ছিল টিকটক, ইউটিউব, টিন্ডার, টেনসেন্ট ভিডিও, ডিজনি প্লাস ও টেনসেন্ট ভিডিও।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মোবাইল অ্যাপ
- ভোক্তা ব্যয়