![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/01/online/photos/Bonrui-11-samakal-61e239df53270.gif)
বিশ লাখ বছর আগের বনরুই
সমকাল
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ০৯:২৭
আকৃতি ইঁদুরের আর শরীর আঁশযুক্ত হলেও এটি মাছ বা ইঁদুর কোনোটিই নয়। এদের দাঁত না থাকায় আগে দন্তহীন স্তন্যপায়ী প্রাণী বলা হলেও আসলে প্যাংগোলিন বা বনরুই স্বতন্ত্র শ্রেণির।
ফোলিডোটা শ্রেণির এই প্রাণীকে এশিয়া ও আফ্রিকার বন্য পরিবেশের অংশ মনে করা হয়। কিন্তু বিশ লাখ বছর আগে এরা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও বিচরণ করত বলে বিজ্ঞানীরা দাবি করেছেন।
- ট্যাগ:
- জটিল
- প্রাচীন রহস্য
- বনরুই
- অবিশ্বাস্য