 
                    
                    ‘সিটি নির্বাচনে বহিরাগত লোকে ভরে গেছে’
‘বিভিন্ন বাসা-বাড়িতে, হোটেলে, নারায়ণগঞ্জ ক্লাব, সার্কিট হাউজ ও ডাকবাংলোতে বহিরাগত লোকজনে ভরে গেছে। এই বহিরাগতরা এখানে একটি বিশৃঙ্খলা ও উস্কানিমূলক বক্তব্য দেবেন। ভোটের দিনে তাদের কোন কাজ নেই। তারা যাতে নারায়ণগঞ্জে অবস্থান করতে না পারে এবং যারা রাস্তাঘাটে চলাচল করবে, তারা যেন আইডি কার্ড নিয়ে চলাফেরা করে। আইডি কার্ডের বাইরে কোন বহিরাগত লোক যেন নারায়ণগঞ্জ শহরে চলাচল করতে না পারে।’ শুক্রবার রাত ১০টায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলন করে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, নিজেকে নিয়ে লজ্জাবোধ করছি। বারবার সংবাদমাধ্যমের স্মরণাপন্ন হতে হচ্ছে। কি প্রশাসন, কিবা নির্বাচন কমিশন, কোথা থেকেও নূন্যতম আশ্রয় ও ন্যায় বিচার পাচ্ছি না।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                