সিরামিক, পেপার ও চামড়া খাতে সবচেয়ে বেশি রিটার্ন
নতুন বছরের শুরু থেকেই দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। যার প্রভাব পড়েছে সাপ্তাহিক লেনদেন ও সূচকে। গত সপ্তাহে চাঙ্গা ভাব ধরে রেখেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ সময়ে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে প্রায় ২১ শতাংশ। বাজার মূলধন বেড়েছে ১ শতাংশের বেশি। সাপ্তাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে সব সূচকও। অন্যদিকে গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে সিরামিক, পেপার ও চামড়া খাতে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
পুঁজিবাজার-সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের শুরু থেকেই বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিতি দেখা গেছে। মুনাফা লাভের আশায় বাজারে নতুন করে বিনিয়োগের প্রবণতাও লক্ষণীয়। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাপে অধিকাংশ সরকারি কোম্পানির শেয়ারদর বেড়েছে। যার সার্বিক প্রভাব পড়েছে সূচক ও লেনদেনে।