![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F01%2F14%2FUntitled-b7cee0b4c57163ec19c90aa18b8ca638.jpg%3Fjadewits_media_id%3D770418)
ঢাকার ময়ূরী হলেন টলিউডের নুসরাত!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ২০:৫৯
প্রেম, বিয়ে, সন্তান এবং সেই সন্তানের বাবা কে! এসব বিষয়ে টলিউড তারকা নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন তছনছ হয়েছিল ২০২১-এ। নতুন বছরে পা ফেলেই যেন সেসব পেরিয়ে পেখম মেলে দিলেন ময়ূরীর বেশে- ঢাকার আকাশে।
সত্যিই, পশ্চিমবঙ্গের এই তারকা সাংসদ রাতারাতি বনে গেলেন ঢাকার ময়ূরী! পেখম মেলে দিয়ে ঠোঁটে তুললেন- নাচ ময়ূরী নাচ/ হেলিয়া দুলিয়া নাচ...।
১৪ জানুয়ারি অন্তর্জালে প্রকাশ হয় নুসরাত জাহানের একটি ৩০ সেকেন্ডের ভিডিও। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস-এর ব্যানারে এতে নুসরাতের উপস্থিতি মিলেছে ময়ূরীর বেশে। গানের কথাগুলোও যেন তাকে নিয়ে লেখা- নাচ ময়ূরী নাচ/ সব দুঃখ ভুইলা নাচ!