ইতিবাচক ধারায় ফিরেছে শেয়ার বাজার
নতুন বছরে পর পর দুই সপ্তাহ ধরে ইতিবাচক ধারায় রয়েছে শেয়ার বাজার। ব্যাংক খাত, সরকারি প্রতিষ্ঠান, ওষুধ, রসায়ন এবং গ্রামীণফোন, ইউনিলিভার কেয়ার, ম্যারিকো, লিন্ডে বিডি, রেনেটা এবং বার্জার পেইন্টসহ বহুজাতিক কোম্পানির শেয়ারে দাম বৃদ্ধির ফলে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। এতে গত সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সূচক বেড়েছে। অর্থাৎ বছরের প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
বিনিয়োগকারীরা বলছেন, গত বছরের শেষ কয়েক দিনের মন্দাভাব অনেকাংশে কেটে যাচ্ছে। বিশেষ করে ভালো মৌলভিত্তি ও বড় মূলধনি কোম্পানির শেয়ারের গুরুত্ব বাড়ছে।
বাজারের তথ্য বলছে, নতুন বছর ২০২২ সালের প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও ঊর্ধ্বমুখীতার মাধ্যমে পার করেছে দেশের শেয়ার বাজার। এতে গত এক সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাত হাজার কোটি টাকা বেড়েছে। ফলে নতুন বছরের প্রথম দুই সপ্তাহেই বাজার মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকার ওপরে।