কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

dhakaprokash24.com প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১৭:৫১

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলায় সরকার বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে যে বিধি-নিষেধ আরোপ করেছে তা মেলায় উপেক্ষিত। দর্শনার্থীরা প্রবেশ পথে মাস্ক পরিধান করে ভিতরে ঢুকলেও পরে খুলে ফেলছেন। 


বাণিজ্য মেলার ১৪তম দিনে দ্বিতীয় শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল থেকে প্রবেশপথে বাড়তে থাকে মানুষের সমাগম। জুম্মার নামাজের পর প্রচুর ভিড় দেখা যায়। 


বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাইহান রাইন ঢাকাপ্রকাশকে জানান, 'নো মাস্ক নো সার্ভিস’ লেখা থাকায় দর্শনার্থীরা মাস্ক পরে ভিতরে ঢুকছে। কিন্তু কিছুক্ষণ পর মাস্ক খুলে ঘুরাঘুরি করছে। স্বাস্থ্যবিধির বালাই নেই। যা খুব বিরক্তিকর এবং ঝুকিপূর্ণ।'


মেলা গেটের ইজারাদার মীর ব্রাদার্সের মালিক মো. শহিদুল ইসলাম ঢাকাপ্রকাশকে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। কারো মাস্ক না থাকলে ঢুকতে দেওয়া হচ্ছে না। নো মাস্ক নো সার্ভিস। সরকারি ছুটির দিনে আজ প্রচুর ভিড়। ১০০ জনের টিম করে গেটে মাস্ক দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও