You have reached your daily news limit

Please log in to continue


কাজে ফেরেননি ৭% শ্রমিক

বিদায়ী ২০২১ সালে লকডাউন তথা বিধিনিষেধের সময়ে রাজধানী ঢাকায় পরিবহন, দোকানপাট ও হোটেল-রেস্তোরাঁ খাতের ৮৭ শতাংশ শ্রমিক কাজ হারিয়েছিলেন। এই শ্রমিকদের ৭ শতাংশ এখনো কাজে ফিরতে পারেননি। এ ছাড়া বিধিনিষেধ চলাকালে এই তিন খাতের শ্রমিকদের মোট আয় কমেছে প্রায় ৮১ শতাংশ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ঢাকা শহরের পরিবহন, দোকানপাট ও হোটেল-রেস্তোরাঁ খাতের শ্রমিকদের ওপর বিধিনিষেধের প্রভাব নিরূপণে বিলস এই গবেষণা করে। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিলসের গবেষণা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিলসের ভাইস চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) নেতা আমিরুল হক আমিন এবং বিলসের দুই পরিচালক কোহিনূর মাহমুদ ও নাজমা ইয়াসমীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন