নোটপ্যাডের লেখা পিডিএফে দেখবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১৬:২৪
উইন্ডোজের নোটপ্যাডে প্রয়োজনীয় তথ্য লিখে রাখা যায়, যা txt ফরম্যাটে দেখা যায়। txt ফরম্যাটে থাকা তথ্যগুলো চাইলেই পিডিএফে রূপান্তর করা যায়। এ জন্য নোটপ্যাডের যে ফাইলটি পিডিএফ করতে চান, সেটি খুলুন। এবার ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্ট অপশনে নির্বাচন করলে একটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে।
ডায়ালগ বক্সের ডান পাশে থাকা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশন নির্বাচন করে নিচে থাকা প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। ফাইলটি পিডিএফে খোলার জন্য একটি নতুন ডায়ালগ বক্স দেখা যাবে। এবার ফাইল নেম বক্সে নতুন নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই নোটপ্যাডে থাকা ফাইল পিডিএফে রূপান্তর হয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উইন্ডোজ ১০
- পিডিএফ
- পরামর্শ