কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাক ঠেকাতে লেজার

প্রথম আলো প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১৩:২৭

কাক উপকারী পাখি। কিন্তু এই পাখি নিয়ে বিচিত্র এক সমস্যার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শহর কর্তৃপক্ষ। সেখানকার হাজার হাজার কাক সৃষ্টি করছে নানা সমস্যার। কাক তাড়াতে নানা প্রচেষ্টা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। তাই কাকের উপদ্রব থেকে মুক্তি পেতে শহর কর্তৃপক্ষকে হাঁটতে হচ্ছে প্রযুক্তিগত সমাধানের পথে। সমস্যার সমাধানে লেজার রশ্মি ব্যবহারের কথা ভাবছে তারা।


যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউপিআই এক প্রতিবেদনে বলেছে, সানিভেল শহরের বাসিন্দারা কাকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শহর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। শহরের বাসিন্দারা বলছেন, কাকের দল ঝাঁক বেঁধে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। ফুটপাত ও বাইরের বসার জায়গাগুলো নোংরা করে ফেলে। এ ছাড়া রাতের বেলায় ব্যাপক ডাকাডাকি করে বিরক্তির সৃষ্টি করছে কাকের দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে