![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2018%2F07%2F12%2F87f32b6a6d699b8043dd90abe0e69cef-5b476ce5a2067.jpg%3Fjadewits_media_id%3D362535)
ইনস্টাগ্রামের রানী এখন কাইলি জেনার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১১:৩৭
অন্য তারকাদের চেয়ে রঙিন পর্দা কিংবা খবরের কাগজে উপস্থিতি খানিকটা কম হলেও ইনস্টাগ্রামের রানী এখন কাইলি।
এ রিয়েলিটি শো তারকার ইনস্টাগ্রাম ফলোয়ার এখন বিশ্বে নারীদের মধ্যে সবচেয়ে বেশি।
ইনস্টাগ্রামে অনেক দিন খুব একটা সক্রিয়ও ছিলেন না কাইলি। প্রেমিক ট্রাভিস স্কটের দ্বিতীয় সন্তান গর্ভে। কদিন আগে প্রেগন্যান্সির কয়েকটা ছবি আপলোড করেছিলেন মাত্র। আর এর মধ্যেই বেড়ে চলেছে ফলোয়ার। ছাড়িয়ে গেছে খ্যাতির চূড়ায় থাকা গায়িকা আরিয়ানা গ্রান্দেকেও (২৮ কোটি ৯০ লাখ ফলোয়ার)।