কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিতর্কিত প্রার্থীদের ঘিরে শঙ্কা

প্রথম আলো প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘কাকা’ তৈমুর আলম খন্দকার ও ‘ভাতিজি’ সেলিনা হায়াৎ আইভীর লড়াইয়ে এখন পর্যন্ত অশান্তির কিছু হয়নি। দুই পক্ষে হাঙ্গামার তেমন আলামতও প্রকাশ পায়নি এখনো। তবে নানা শঙ্কা, ভয়, উদ্বেগ কাউন্সিলর পদে ভোট নিয়ে। খোদ সরকারি সংস্থাগুলোই অন্তত আটটি ওয়ার্ডে গোলযোগের আশঙ্কা করছে।


এ নির্বাচনে কাউন্সিলর পদে ভালো মুখ যেমন রয়েছে, তেমনি বহুল আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাই, ভাতিজা, সহযোগীরাসহ বিভিন্ন মামলার দাগি আসামিরাও আছেন। প্রথম আলোর অনুসন্ধান এবং প্রার্থীদের হলফনামার তথ্য ঘেঁটে দেখা যায়, সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডের ২১টিতেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৯ জনের বিরুদ্ধে ধর্ষণ, গুম, খুন, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে মামলা আছে। এঁদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে খুনের মামলা, ছয়জনের বিরুদ্ধে মাদক, পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও চারজনের বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও