আলমডাঙ্গা মহাসড়কের একদিন

ঢাকা পোষ্ট কাজী মো. সাইফুন নেওয়াজ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:০৯

আলমডাঙ্গা মহাসড়কের বুক টিপ টিপ করছে, কারণ মন্ত্রণালয়ের টেবিলে তার প্রকল্প প্রস্তাবনা ফাইলটি পড়ে আছে আর একটু পরেই সেই ফাইল অর্থাৎ তাকে নির্মাণ করা হবে কি না তা নিয়ে আলোচনা হবে। আর হলেও কী কী উপাদান থাকবে, নতুন কী যুক্ত হবে আর কোন উপাদান বাদ দেওয়া হবে তাও নির্ধারণ করা হবে। যদিও সে জানে যে, গত প্রায় দুই সপ্তাহ হলো, দেশের কোনো সড়ক বা মহাসড়কেরই মন ভালো নেই। কদিন আগেই বেশ কিছু সংস্থা বিগত বছরের সড়ক দুর্ঘটনার তথ্য-উপাত্ত  উপস্থাপন করেছে—আর তার ধারণাই সত্য হলো।


এবারও অনেক বেশি মানুষ সড়কপথে মারা গিয়েছে। এই ব্যাপারটি সে আগেই কিছুটা টের পাচ্ছিল কারণ গত বছরও যখন একই ব্যাপার ঘটল তখনো প্রতিবারের মতো সড়ক দুর্ঘটনা কমানোর জন্য সবাই মিলে কত কত পরামর্শ দিল, ভালো ভালো কথা বলল—কিন্তু কই এরপর তো কেউ কোনো খোঁজ নিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও