‘১১ জনের বিপক্ষে খেলছে পুরো দেশ,’ বলছেন কোহলি-রাহুলরা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ০৮:১৮
কেপটাউন টেস্টে ডিন এলগারের রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পর তৈরি হয়েছে বিতর্ক। স্টাম্পের মাইক্রোফোনে গিয়ে সম্প্রচার চ্যানেলের উদ্দেশে কথা বলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, কথা বলতে শোনা গেছে রবিচন্দ্রন অশ্বিন ও লোকেশ রাহুলকেও। ভারত ক্রিকেটারদের রাগটা ছিল সম্প্রচার চ্যানেল সুপারস্পোর্টের দিকে তাক করা। তবে যে বল-ট্র্যাকিং নিয়ে বিতর্ক, সেটির তথ্য-উপাত্ত সরবরাহ করে হক-আই নামের স্বতন্ত্র একটি সংস্থা।
টেস্টের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ঘটনার শুরু। ২১২ রানের লক্ষ্যে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২১তম ওভারে অশ্বিনের বলে এলগারকে এলবিডব্লু দেন আম্পায়ার মারাই এরাসমাস। ক্রিজ থেকে বেশ খানিকটা সামনের দিকে পা বাড়িয়ে খেলতে যাওয়া এলগারের প্যাডের ‘নি-রোল’ বা হাঁটুর নিচের দিকের অংশে লাগে বল। তবে আম্পায়ারের সে সিদ্ধান্ত রিভিউ করেন এলগার।