'বিশ্বে প্রথম' মানবদেহে শূকরের হৃদপিণ্ড বসিয়েছিলেন ভারতের ধনীরাম!

www.tbsnews.net প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৪৭

সম্প্রতি এক মার্কিন নাগরিকের শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপনের খবর এসেছে বিশ্ব মিডিয়ায়। দাবি করা হয়েছে, মানবদেহে শূকরের হৃদযন্ত্র বসানোর ঘটনা এটিই বিশ্বে প্রথম। তবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে ভিন্ন এক তথ্য।


পত্রিকাটি বলছে, বাল্টিমোরের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের সার্জন বার্টলে গ্রিফিথ'র অন্তত ২৫ বছর আগেই আসাম রাজ্যের গুয়াহাটির চিকিৎসক ধনীরাম বরুয়া মানবদেহে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপনের অস্ত্রোপচার করেছিলেন। গ্লাসগো থেকে এফআরসিএস করা ধনীরাম যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এ কাজ করায় ৪০ দিন জেলও খেটেছিলেন সে সময়।


ভারতীয় সংবাদমাধ্যমটির দাবি, পশুর হৃদপিণ্ড মানবদেহে প্রতিস্থাপনের মতো জটিল একটি কাজের জন্য মার্কিন চিকিৎসক বার্টলে গ্রিফিথ বিশ্বজুড়ে প্রশংসা কুড়ালেও, ১৯৯৭ সালে ধনীরামের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের সেই ঘটনা কেউ মনে রাখেনি। যেটি কিনা সত্যিই 'ইতিহাসে প্রথমবারের' মতো শূকরের হৃৎপিণ্ড মানবদেহে প্রতিস্থাপনের ঘটনা ছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও