গরিবদের কথা ভাবে না ভারত সরকার

প্রথম আলো অমর্ত্য সেন প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৩১

গত এক দশকের বিভিন্ন ঘটনা নিয়ে ভারতের ভাবা দরকার বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। অমর্ত্য সেন বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির বিপরীত দিকে রয়েছে ভারত। এটি দেশটির গণতন্ত্রকে দুর্বল করছে।


এই অর্থনীতিবিদ আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার ৭৫ বছরে এসেও ভারতে বৈষম্য বেড়েছে। গণতন্ত্রের অবনতি হয়েছে। গণতন্ত্রের সঙ্গে মূল্যবোধ ও ন্যায়পরায়ণতার সম্পর্ক রয়েছে। সরকার জনগণের প্রয়োজন ও সমস্যা নিয়ে কতটা ভাবছে, সে বিষয়ও গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন ঘটনার উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, কেন্দ্রীয় সরকার দরিদ্রদের এবং তাদের প্রয়োজনকে গুরুত্ব দেয় না। অমর্ত্য সেন তাঁর আত্মজীবনী ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’–এও এসব বিষয় এর আগে তুলে ধরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও