![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Fc44725ee-2d10-4d4f-a841-e5996c011ad2%252Fsamantha_naga_chaitanya_instagram_650x400_41508146536.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সামান্থার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন নাগা
বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল। একদিন ঠিকই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের শেষ থেকে ‘আক্কিনেনি’ পদবিটা সরিয়ে ফেলেন সামান্থা। তখন থেকেই কানাঘুষা শুরু, স্বামী নাগা চৈতন্যর কাছ থেকে কি তবে বিচ্ছিন্ন হতে যাচ্ছেন এই দক্ষিণি অভিনেত্রী? তবু ভক্তদের অনেকে সেটাকে গুঞ্জন ভাবতে চেয়েছিলেন। কিন্তু ভক্তদের মন খারাপ করিয়ে গুঞ্জনটাই হয়ে গেল সত্যি।
গত বছরের অক্টোবরে ভেঙে যায় তেলেগু জুটি নাগা ও সামান্থার ঘর। সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন দুজনই। সামান্থা লিখেছেন, ‘অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর আমি ও নাগা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকের বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। এই কঠিন সময়ে আশা করি, আমাদের শুভানুধ্যায়ী, বন্ধু ও সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’