নারায়ণগঞ্জসহ নির্বাচনি এলাকায় রোববার ব্যাংক বন্ধ
নিউজ বাংলা ২৪
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ শূন্য আসন ও বিভিন্ন জেলার পাঁচটি পৌরসভার নির্বাচনের ভোটের কারণে আগামী রোববার এলাকাগুলোতে সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন থেকে সার্কুলার জারি করে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনের ভোট হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে