এক ইঁদুর বাঁচিয়েছিল হাজারো মানুষের প্রাণ, ৮ বছর বয়সে তারই মৃত্যু

ডেইলি বাংলাদেশ কম্বোডিয়া প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৪:২৭

একটি টেনিস কোর্টের সমান এলাকায় স্থলমাইন শনাক্ত করতে যেখানে মানুষের চার ঘণ্টার মতো সময় লাগে; সেখানে ‘মাগাওয়া’-র লাগতো মাত্র ২০ মিনিট! হাজারো মানুষের প্রাণ বাঁচানো এই ল্যান্ডমাইন-খোঁজা ইঁদুর পৃথিবীকে বিদায় জানালো।


দাতব্য প্রতিষ্ঠান অ্যাপোপো ইঁদুরটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটিতে বলেছে, ৮ বছর বয়সি মাগওয়া আর নেই। সপ্তাহের শুরুর দিনগুলোতে তার স্বাস্থ্য ভালো ছিল। অধিকাংশ দিনই সে স্বভাবগত ভঙ্গিতে খেলেছে। কিন্তু সপ্তাহের শেষ দিকে খাবারে অনিহাসহ সে ঝিমাতে থাকে।  


কম্বোডিয়ার এই সাহসী ইঁদুরটি গন্ধ শুঁকে অনেক বোমা ও ল্যান্ডমাইন শনাক্ত করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল। বেলজিয়ামের সংস্থা অ্যাপোপো দ্বারা প্রশিক্ষিত মাগাওয়া তার পাঁচ বছরের ক্যারিয়ারে অনেক দুঃসাহসিক কাজও সম্পন্ন করেছে। মাগাওয়াকে তার সাহসিকতার জন্য স্বর্ণপদকও দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে