প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত করতে হবে: টুকু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ২০:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রাখতেই ষড়যন্ত্রমূলক...এনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে নির্বাচনের বাইরে রাখতেই ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছে। আর কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।


খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি রাজপথের আন্দোলনেই ফয়সালা হবে। প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগের দাবিতে বুধবার (১২ জানুয়ারি) বিকেলে সিলেট শহরতলির টুকেবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাবন্দী উল্লেখ করে টুকু বলেন, খালেদা জিয়া আজ পর্যন্ত যত জায়গা থেকে যতটা নির্বাচন করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন। আর বেগম খালেদা জিয়াকে যিনি বন্দি করে রেখেছেন তিনি নির্বাচনে সাদেক হোসেন খোকা ও মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছেন। আর পরাজিত হওয়ার পরে ঢাকায় আর নির্বাচন করেননি। জাতি সেই ইতিহাস ভুলে যায়নি। তিনি আরও বলেন, শেখ হাসিনা শুধু উন্নয়ন উন্নয়ন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও