You have reached your daily news limit

Please log in to continue


করোনায় লিভারের ক্ষতি! দাবি গবেষণায়

করোনা (Corona) নতুন নতুন সমস্যা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। এবার সে হাজির হয়েছে ওমিক্রন (Omicron) রূপে। নতুন এই করোনা ভাইরাস আগের ডেল্টা (Delta) ভ্যারিয়েন্টর থেকেও অনেক বেশি সংক্রামক বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। আর শুধু জানানো নয়, সেই কথার হাতেগরমে প্রমাণও আমরা পাচ্ছি। এই আমাদের দেশের কোভিড পরিস্থিতির (Corona Situation) দিকেই তাকিয়ে দেখুন। ডিসেম্বরের শুরুর দিকেও সবকিছু শান্ত মনে হচ্ছিল। কিন্তু ডিসেম্বর শেষ হতে না হতেই কোভিডে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করল। আমাদের রাজ্যের অবস্থাও (West Bengal Corona Situation) এক্ষেত্রে একই। এখানেও করোনা মানুষের হাল করেছে বেহাল। এই পরিস্থিতিতে রাজ্যে লাগু হয়েছে কোভিড বিধি। তাই সাবধান থাকা ছাড়া কোনও উপায় নেই।

এদিকে করোনা চলাকালীন নানা ধরনের গবেষণা আমাদের সামনে উঠে এসেছে। এবার এমনই একটি গবেষণা দাবি করছে, করোনা আক্রান্তদের লিভারেও হচ্ছে মারত্মক ক্ষতি (Liver Damage)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন