কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডায়াবিটিসের রোগীরা এই ৫ ভুল করবেন না!

eisamay.com প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ১৯:০২

শর্করাকে (Glucose) শোষণ করার জন্য শরীরের প্রয়োজন হয় ইনসুলিন হর্মোনের (Insulin)। এবার কোনও কারণে শরীরে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে তৈরি না হলে বা ইনসুলিন ঠিক মতো কাজ না করতে পারলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে। এই অবস্থার নামই ডায়াবিটিস (Diabetes)।


সাধারণত ডায়াবিটিস রোগটি দুই ধরনের হয়- টাইপ ১ (Type 1 Diabetes) এবং টাইপ ২ ডায়াবিটিস (Type 2 Diabetes)। টাইপ ১ ডায়াবিটিস রোগটি ছোট বয়সে হয়। এক্ষেত্রে শরীরে তৈরি হয় না ইনসুলিন। অপরদিকে রয়েছে বড় বয়সের ডায়াবিটিস বা টাইপ ২ ডায়াবিটিস। এই রোগটির ক্ষেত্রে শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় না বা শরীর এই ইনসুলিন কাজে লাগাতে পারে না। ফলে রক্তে বাড়ে সুগার। টাইপ ১-এর তুলনায় টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্তের সংখ্যাই বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও