শোক পালন করবেন কতদিন?
আত্মীয়-স্বজন মারা গেলে হাউ-মাউ করে উচ্চ আওয়াজে কান্নাকাটি-আহাজারি করা ইসলামে নিষিদ্ধ। যদিও আপনজনের মৃত্যুতে সীমাহীন কষ্টের। তবে এ সময় যারা ধৈর্য ধরবেন আল্লাহ তাআলা তাদের উত্তম বিনিময় দান করবেন। তবে আত্মীয়-স্বজনের মৃত্যুতে শোক পালন করা যাবে। কতদিন পালন করা যাবে শোক? হ্যাঁ, ইসলাম আপনজনের মৃত্যুতে শোক প্রকাশের অনুমোদন দেয়।
তিনদিন পর্যন্ত শোক পালন করা যাবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁকে চুমু দিয়েছিলেন এবং শোক পালনে তিন দিন কেঁদেছিলেন। হাদিসে এসেছে- হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত জাফরের পরিবারকে শোক প্রকাশে তিন দিনের অবকাশ দিয়েছিলেন যে, তিনি তাদের কাছে আসবেন। এরপর (তিনদিন পর) তাদের কাছে আসলেন এবং বললেন- ‘আজকের দিনের পর তোমরা আমার ভাইয়ের প্রতি আর কেঁদো না।’ শোকের সময় ধৈর্যধারণ করা সর্বোত্তম আমল।
- ট্যাগ:
- ইসলাম
- ইসলাম ও জীবন
- ইসলাম ও পরিবার
- শোক পালন