বায়ুবাহিত হওয়ার ২০ মিনিটে ৯০% সংক্রমণক্ষমতা হারায় করোনা
প্রথম আলো
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ১৫:৩০
বাতাসে ২০ মিনিট থাকলে করোনাভাইরাসের সংক্রমণক্ষমতা ৯০ শতাংশ কমে যায়। করোনাভাইরাস তার বেশির ভাগ সংক্রমণক্ষমতা প্রথম ৫ মিনিটের মধ্যেই হারায়। এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে বলে জানায় দ্য গার্ডিয়ান।
করোনার সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহার করার কথা বারবার বলে আসছেন বিজ্ঞানীরা। বিভিন্ন দেশের সরকারও করোনা-সংক্রান্ত সচেতনতামূলক প্রচারাভিযানে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার ওপর জোর দিয়ে আসছে। সর্বশেষ এই গবেষণার ফলও সামাজিক দূরত্ব ও মাস্ক ব৵বহারের গুরুত্ব নতুন করে তুলে ধরল।
গবেষণা দলটির প্রধান অধ্যাপক জোনাথন রিড। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের অ্যারোসল রিসার্চ সেন্টারের পরিচালক।