ধারণক্ষমতার প্রায় ৯০% কন্টেইনার জমেছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে

www.tbsnews.net চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ১০:৩২

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে সপ্তাহের শুক্র, শনি, রবি ও অন্যান্য ছুটির দিনগুলোতে দ্রুত কন্টেইনার ডেলিভারি নিতে আমদানিকারকদের একাধিকবার অনুরোধ জানিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বারবার তাগিদ দেওয়ার পরও এই সময়ে আমদানিকারকরা কন্টেইনার ডেলিভারি নেয়নি।


ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে বাড়তে থাকে কন্টেইনার সংখ্যা। বর্তমানে বন্দর ইয়ার্ডে ধারণক্ষমতার ৮৮ দশমিক ২৫ শতাংশ কন্টেইনার রয়েছে।


বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে ধারণক্ষমতার ১৫ শতাংশ খালি রাখতে হয়। স্বাভাবিক অবস্থার চেয়ে ৩ দশমিক ২৫ ভাগ বেশি কন্টেইনার রয়েছে বন্দরে। ডেলিভারি না বাড়লে বন্দর ইয়ার্ডে জটের সৃষ্টি হবে বলে আশংকা করছে বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এমন অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৬ জানুয়ারি আবারো চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ, বিকেএমইএ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও