![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2020%2F03%2F18%2Ffab5198da41d624e4a807bcdfd928dd5-5e722e7e70e7e.jpg%3Fjadewits_media_id%3D660138)
করোনার ঝুঁকি থাকলেও নাসিক নির্বাচন যথাসময়ে হবে
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার পর সরকার কিছু বিধিনিষেধ জারি করলেও তফসিল ঘোষিত সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) অনুষ্ঠান করতে চায় নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অবশ্য করোনা পরিস্থিতি অবনতি হলে তফসিল ঘোষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়ে ইসির নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে সরকারের বিধিনিষেধ জারি করলেও ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পন্ন করতে চায় তারা। এছাড়া একইদিনে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল-৭ আসনের উপ নির্বাচন এবং নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী ও স্থগিত থাকা নাটোর পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। তবে, আগামী ৩১ জানুয়ারির ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন এবং ৭ ও ১০ ফেব্রুয়ারির ইউপি নির্বাচন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া মহতে পারে বলে জানা গেছে।