সিনহা হত্যা মামলার ‘রায় হতে পারে এ মাসে’
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় এ মাসের শেষ দিকে রায় আসতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মঙ্গলবার তৃতীয় দিনের যুক্তি-তর্ক উপস্থাপনের পর এই সম্ভাবনার কথা জানান কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারে ‘পুলিশের গুলিতে’ নিহত হন সিনহা। এ ঘটনায় আদালতে র্যাবের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনের বিচার চলছে ওই আদালতে।
পিপি ফরিদুল সাংবাদিকদের বলেন, “বুধবার মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হবে আশা করছি। আর চলতি মাসের শেষের দিকে মামলার রায় ঘোষণার আশা করা হচ্ছে।”
গত তিন দিন ধরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তি-তর্ক উপস্থাপনের তৃতীয় দিনে প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবীর পর ওসি প্রদীপের আইনজীবী আসামির পক্ষে বক্তব্য উপস্থাপন শুরু করলেও তা অসমাপ্ত রয়েছে।