কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কর্মীকে ‘শিক্ষা দিতে’ ২২৭ কেজি খুচরা পয়সায় বেতন দিলেন মালিক!

www.tbsnews.net প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১৮:২৪

কর্মীদের শায়েস্তা করতে নানা উপায় অবলম্বন করেন বসেরা। কিন্তু আমেরিকার জর্জিয়ার একটি প্রতিষ্ঠানের মালিক তার কর্মীকে 'উচিত শিক্ষা' দিতে যে কাজ করেছেন, তা রীতিমতো অকল্পনীয়। 


অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামে এক মেকানিকের সঙ্গে তার প্রতিষ্ঠানের মালিকের সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছে। তার জেরে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অ্যান্ড্রিয়াজ। চাকরি ছাড়ার আগে মালিককে তার বেতনের পুরো টাকা মিটিয়ে দিতে বলেন। তাতে কোনো আপত্তি করেননি মালিক। কিন্তু অ্যান্ড্রিয়াজকে শায়েস্তা করার জন্য বেতনের ৯১৫ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকার পুরোটাই দেন কয়েন এবং খুচরা পয়সায়। আর এসব কয়েনের ওজন হয় ২২৭ কেজি!


মোট ৯১ হাজার ৫০০টি কয়েন গুনতে অ্যান্ড্রিয়াজের সময় লেগেছে সাত ঘণ্টা। শুধু যে কয়েন দিয়েই ঝাল মিটিয়েছেন মালিক, তা নয়—সঙ্গে ছিল কুৎসিত বার্তা সংবলিত একটি চিরকুটও। 


তাছাড়া অ্যান্ড্রিয়াজ অভিযোগ তুলেছেন, তার বেতনের পুরো টাকাও দেননি মালিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও