১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি চলবে চেম্বার জজ আদালত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১৭:২৪

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি পরিচালিত হবে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত।


মঙ্গলবার (১১ জানুয়ারি) মামলার শুনানিকালে এ ঘোষণা দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।


সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি বলেন, শুনানিকালে বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত আইনজীবীদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত আছেন কি-না জানতে চান। এরপর তিনি উপস্থিত আইনজীবীদের আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি আদালত চলবে বলে জানান।


এসময় আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জাগো নিউজকে জানান, তিনিও একটি মামলা উপস্থাপন করার জন্য আদালতে ছিলেন। এ সময় আদালত আইনজীবীদের কাছে জানতে চান কেউ করোনায় আক্রান্ত আছেন কি-না। আক্রান্ত নেই বলে জানান আইনজীবীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত