You have reached your daily news limit

Please log in to continue


সালমানের নতুন গার্লফ্রেন্ড!

সালমান খান সবসময়েই বলিউডের বিদেশি ললনাদের পছন্দ করেন। ক্যাটরিনা কাইফ হোক বা লুল্লা ভান্থুর চির রঙিন ও চিরকুমার সালমান খানের সঙ্গে প্রেমের কারণে নাম জড়িয়েছে এঁদের। সালমান খানের গার্লফ্রেন্ড থেকে নতুন গার্লফ্রেন্ড এই নিয়ে গসিপ সবসময়েই চলতে থাকে। সদ্যই আরও এক বিদেশি মহিলার সঙ্গে নাম জড়িয়েছে সলমান খানের।

এবারের বিদেশি অভিনেত্রী হলেন সামান্থা লকউড। বলিউডে জোর গসিপ সামান্থা লকউড সলমান খানের নতুন গার্লফ্রেন্ড। এবার সালমানের নতুন বান্ধবী তার সঙ্গে সলমানের সম্পর্ক নিয়ে প্রস্তাবে কমেন্ট করেছেন।
আসলে এই সমস্ত খবরের শুরু সামান্থাকে যখন সলমান খানের ৫৬ তম জন্মদিনের পার্টিতে দেখা যায়। অভিনেত্রী সালমান খানের পনভেলের ফার্ম হাউসে পার্টিতে হাজির ছিলেন। শুধু এটুকুই নয়, শহরের এক বিশাল বিয়েবাড়িতে একসঙ্গে হাজির ছিলেন।

এবার নিজের একটি ঝকঝকে সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে তার প্রেমের গসিপ নিয়ে মুখ খুলেছেন। তিনি সালমান খানকে ‘ভেরি নাইস গাই’- অর্থাৎ খুব মিষ্টি ছেলে বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন