ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নতুন বছর শুরু হওয়ার পর উত্তর কোরিয়া এক সপ্তাহের মধ্যে ফের আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত হয়, যেটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার একটি এলাকা থেকে পূর্ব উপকূলের সাগরের দিকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি।
বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ওই অঞ্চল অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে পড়ছে অভিযোগ করে এর নিন্দা করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।