মাস্ক ছাড়া ঢোকা যাবে না বাণিজ্যমেলায়

বিডি নিউজ ২৪ পূর্বাচল প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১৫:৩২

করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা কর্তৃপক্ষ।


পূর্বাচলে চলমান এ মেলায় মঙ্গলবার থেকে কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন মেলার পরিচালক ইপিবির সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সে অনুযায়ী মেলাতেও নতুন নতুন পদক্ষেপ নেওয়া হবে।


“প্রাথমিকভাবে আজ থেকে আমরা মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেব না। ভেতরেও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও