পরিত্যক্ত বোমা দিয়ে তৈরি গ্রাম ‘বান নাপিয়া’
গ্রাম বলতে আমরা বুঝি সবুজ গাছপালা, কুঁড়ে ঘর, নদী, হরেকরকম পাখির কিচিরমিচির, দিগন্ত জুড়ে ফসলের মাঠ ইত্যাদি শান্ত পরিবেশ। যেখানে সব মানুষ মিলেমিশে হাসিখুশি জীবনযাপন করে। কিন্তু আজ আপনাদের এমন একটি গ্রাম সম্পর্কে জানাবো, যে গ্রামটি তৈরি হয়েছে পরিত্যক্ত বোমা দিয়ে। যে গ্রামে প্রতিটি পদক্ষেপেই মৃত্যুর ভয়। তারপরও সে গ্রামে বাস করছে মানুষ, চাষ করছে ফসলও।
সবুজ ঘাসে ঢাকা মাঠ পেরিয়ে দূরে রয়েছে পাহাড়ের সারি, আশেপাশেই কুঁড়েঘর জাতীয় কিছু ঘরবাড়ি। প্রত্যেক বাড়ির সামনেই রয়েছে টবে লাগানো ছোট গাছপালা। পাহাড়গুলোর ফাঁক গলে বেরিয়ে পড়া রোদে টবের ছোট গাছগুলো স্বাভাবিকের থেকেও যেন আরো সবুজ দেখাচ্ছে। মনোরম এই নৈসর্গিক দৃশ্যের মাঝে হঠাৎ করেই হোঁচট খেতে হবে ‘টব’ এর দিকে ভালো করে দেখলে। কারণ এটি তো কোনো যে-সে টব না, এটা তো একটা বোমার খোলস! যেটা কিনা জোড়াতালি দিয়ে এখন টব বানানো হয়েছে!