যুদ্ধকালীন অবিস্ফোরিত মর্টার শেল বিস্ফোরণে ৯ আফগান শিশু নিহত

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) আফগানিস্তান প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ০১:৪৫

ইসলামাবাদ – আফগানিস্তানের কর্মকর্তারা সোমবার বলেছেন, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে একটি স্কুলের বাইরে দুর্ঘটনাক্রমে যুদ্ধকালীন ফেলে যাওয়া একটি মর্টার শেলের বিস্ফোরণে কমপক্ষে নয়জন ছাত্র নিহত এবং চারজন আহত হয়েছে।


প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, লালপুর জেলায় এক ভুট্টা বিক্রেতার কাছে থাকা একটি পুরানো মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ওই ভুট্টা বিক্রেতা মর্টার শেলটি থেকে ধুলো সরানোর চেষ্টা করেছিল।


বিবৃতিতে বলা হয়েছে, “একজন ভুট্টা বিক্রেতার কাছে থাকা একটি পুরানো মর্টার শেল বিস্ফোরণে নয়জন শিশু শহীদ এবং চারজন আহত হয়েছে”। কিন্তু ওই বিক্রেতার ভাগ্যে কি ঘটেছে, বিবৃতিতে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে তিনিও আছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও