![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/01/10/tourism-business.jpg?itok=KCJ-chMI×tamp=1641822909)
পর্যটন ব্যবসায় তরুণরা, তৈরি হচ্ছে কর্মসংস্থান
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ২১:৩৫
বাংলাদেশের তরুণরা বর্তমানে উচ্চতর শিক্ষা গ্রহণের পর সরকারি ও বেসরকারি চাকরির পেছনে না ছুটে সম্ভাবনাময় পর্যটন খাতে যোগ দিচ্ছেন এবং এই হার ক্রমেই বাড়ছে।
তারা নতুন নতুন জায়গা খুঁজে বের করছেন এবং সেগুলোকে জনপ্রিয় করে তুলছেন। ফলে যাদের হাতে জীবিকা নির্বাহের পরেও বাড়তি আয় থাকছে, তারা সেসব জায়গায় বেড়াতে যেতে পারছেন।
অনেকেই দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগ করে অবকাশ কেন্দ্র, রেস্তোরাঁ ও প্রমোদতরী চালু করেছেন। ফলে, প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
ইমরানুল আলম এমনই একজন উদ্যোক্তা।
২০০৯ সালে তিনি ঢাকায় স্নাতকে পড়া অবস্থায় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি শুরু করেন।