You have reached your daily news limit

Please log in to continue


আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কমবে

সোমবার (১০ জানুয়ারি) রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামীকাল থেকে পরের কয়েকদিন বৃষ্টি হবে, কমবে দিনের তাপমাত্রা। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ রাতেই দেশের কিছু এলাকা বিশেষ করে রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হতে পারে। রাতে তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল ঢাকা, চট্টগ্রামসহ আরও এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪ /১৫ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কখনও টানা কখনও থেমে থেমে হতে পারে। এই কদিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে  ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের তাপমাত্রা ২/৩ ডিগ্রি বাড়লেও আগামীকাল থেকে আবার তা কিছুটা কমে আসতে পারে। আজ বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫, যা গত সপ্তাহে ছিল গড়ে ১৩ ডিগ্রির মতো। একইভাবে ময়মনসিংহে আজ ১৪ দশমিক ৪, ছিল ১২,  চট্টগ্রামে আজ ১৬ দশমিক ৮,  ছিল ১৫, সিলেট  আজ ১৫ দশমিক ৪, ছিল ১৩,  রাজশাহীতে ছিল ৯ বা  ১০ , আজ আছে ১৪ দশমিক ৬৷ রংপুরে ছিল ১১ , আজ ১৪ দশমিক ৮, খুলনায় ছিল ১২,  আজ ১৫ দশমিক ৫ এবং বরিশালে গত সপ্তাহে ছিল  ১১ , আজ সেটি বেড়ে হয়েছে ১২ দশমিক ৮  ডিগ্রি সেলসিয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন