You have reached your daily news limit

Please log in to continue


কোভিড-১৯: নেপালে বন্ধ করা হচ্ছে স্কুল

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় নেপালজুড়ে প্রায় তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে বাড়িতে থাকবে ৭০ লাখেরও বেশি শিক্ষার্থী।

সরকারের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। নেপালে রোববার নতুন কোভিড শনাক্ত হয়েছে ৮৪১ জন।

গতবছর সেপ্টেম্বরের পর একদিনে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। আর মারা গেছে ১১,৬০৪ জন।

শিক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা বলেছেন, স্কুল ২৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদিও ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের টিকাদান কর্মসূচি চলবে।

বার্তা সংস্থা রয়টার্সকে শর্মা বলেন, “টিকা নিতে শিক্ষার্থীদেরকে কখন এবং কোনদিন স্কুলে যেতে হবে তা অবশ্যই জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন