![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2020%2F07%2F30%2Fecf88dacd41a6ee82401339d39f41505-5f22709f87613.jpg%3Fjadewits_media_id%3D681214)
মসজিদে-জুমার খুতবায় ইমামরা সচেতন করবেন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৯:৫২
করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এই ১১ দফার মধ্যে অন্যতম দফা হচ্ছে, মসজিদে ও জুমার নামাজে আগতদের মাস্ক পরিধানে সচেতন করবেন সংশ্লিষ্ট ইমামরা।
নির্দেশনার ৮ নম্বর দফায় বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সকল মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা এ বিষয়টি নিশ্চিত করবেন।