![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Ff7cd955b-bd47-451b-8f48-d47b2d5de8ac%252Fcovid_vaccine_reuters.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মহাবিশৃঙ্খলার দিকে ধেয়ে যাচ্ছে বিশ্ব
পাঁচ বছর আগের ঠিক এই মাসে আমার বই আ ওয়ার্ল্ড ইন ডিজ্যারে প্রকাশিত হয়েছিল। বইটির বিষয়বস্তু ছিল শীতল যুদ্ধের সমাপ্তি মানুষ যতটা আশা করেছিল, ততটা স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির যুগের সূচনা করতে পারেনি; উল্টো তা আমাদের এমন এক বিশ্ব দিয়েছে, যেখানে পারস্পরিক সহযোগিতার চেয়ে হানাহানি বেশি চলছে।
ওই সময় অনেকেই সমালোচনা করে বলেছিলেন, বইটিতে অযৌক্তিক নৈরাশ্যবাদী ও নেতিবাচক কথা বলা হয়েছে। তবে আমার এখন মনে হয়, তখন বইটিতে তুলনামূলকভাবে যেসব আশাবাদের কথা বলা হয়েছিল, তার জন্য বরং সমালোচনা হতে পারত। পাঁচ বছর আগে বিশ্ব যতখানি অগোছালো ও অস্থির ছিল, সে তুলনায় এখন তা অনেক বেশি অস্থির ও অবিন্যস্ত। বেশির ভাগ প্রবণতাই নেতিবাচক দিকে ধাবিত হচ্ছে।