মহাবিশৃঙ্খলার দিকে ধেয়ে যাচ্ছে বিশ্ব

প্রথম আলো রিচার্ড হাস প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৯:৩৫

পাঁচ বছর আগের ঠিক এই মাসে আমার বই আ ওয়ার্ল্ড ইন ডিজ্যারে প্রকাশিত হয়েছিল। বইটির বিষয়বস্তু ছিল শীতল যুদ্ধের সমাপ্তি মানুষ যতটা আশা করেছিল, ততটা স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির যুগের সূচনা করতে পারেনি; উল্টো তা আমাদের এমন এক বিশ্ব দিয়েছে, যেখানে পারস্পরিক সহযোগিতার চেয়ে হানাহানি বেশি চলছে।


ওই সময় অনেকেই সমালোচনা করে বলেছিলেন, বইটিতে অযৌক্তিক নৈরাশ্যবাদী ও নেতিবাচক কথা বলা হয়েছে। তবে আমার এখন মনে হয়, তখন বইটিতে তুলনামূলকভাবে যেসব আশাবাদের কথা বলা হয়েছিল, তার জন্য বরং সমালোচনা হতে পারত। পাঁচ বছর আগে বিশ্ব যতখানি অগোছালো ও অস্থির ছিল, সে তুলনায় এখন তা অনেক বেশি অস্থির ও অবিন্যস্ত। বেশির ভাগ প্রবণতাই নেতিবাচক দিকে ধাবিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও