![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F1e1a91d3-bffd-4fc6-8e90-82d10d70cc56%252FNarayangonj_DH0777_20220102_13.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
আমি এমন অনেক ঘুঘু দেখেছি, কিন্তু ফাঁদে পা দিইনি: তৈমুর
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৮:২৮
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘জীবনে আমি এমন অনেক ঘুঘু দেখেছি।
আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। কিন্তু কোনো ঘুঘুর ফাঁদে পা দিইনি।’ বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘তাঁরা আমাদের মেহমান, তাঁদের অনেক কথাই আমাদের ধরতে নেই।’