You have reached your daily news limit

Please log in to continue


বল না ছাড়ার আক্ষেপ বাংলাদেশের ব্যাটিং কোচের

আগের টেস্টে নিজেদের ভালো করার অভিজ্ঞতা আছে। চলতি টেস্টে নিউ জিল্যান্ডকে দেখেও করণীয় স্পষ্ট হয়েছে। তবু মূল কাজটি ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণ অনুসন্ধানে বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে সেটিই, যথেষ্ট পরিমাণে বল ছাড়তে পারেনি ব্যাটসম্যানরা।

মাউন্ট মঙ্গানুইয়ে বলের পর বল ছেড়ে ১৭৬.২ ওভার টিকে ছিল বাংলাদেশ। ওই ব্যাটিং পারফরম্যান্স দলকে এগিয়ে নেয় জয়ের পথে। কিন্তু ক্রাইস্টচার্চে ছাড়ার বলও খেলতে গিয়ে ব্যাটসম্যানরা ডেকে আনে বিপদ। তাতে ইনিংস শেষ স্রেফ ৪১.২ ওভারেই।

ম্যাচের প্রথম দিনে মেঘলা আকাশের নিচে সবুজ উইকেটে ব্যাটিংয়ে নেমে কিছুটা পরীক্ষা দিতে হয় কিউই ব্যাটসম্যানদেরও। তবে টম ল্যাথাম ও উইল ইয়াং শুরুর বিপজ্জনক সময়টা কাটিয়ে দেন অনেক বল ছেড়ে দিয়ে। থিতু হওয়ার পর তারা খেলেন দারুণ সব শট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন