শিশুর ক্ষতির কারণ হতে পারে প্লাস্টিকের খেলনা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৬:২১

নতুন নতুন রঙ-বেরঙের খেলনার প্রতি শিশুদের থাকে অন্যরকম আকর্ষণ। আর তাদের মানসিক বিকাশ কিংবা চিত্ত বিনোদনের বড় অনুষঙ্গও এসব খেলনা। তবে এই খেলনাই হতে পারে ক্ষতির কারণ। গবেষকরা বলছেন, শিশুরা স্বভাবসুলভভাবেই হাতের কাছে যা পায় তাই মুখে দিয়ে ফেলে, এমনকি খেলনাও। আর শিশুদের জন্য তৈরি এসব খেলনা বেশিরভাগই প্লাস্টিকের তৈরি। আর এগুলো ফুড গ্রেডতো নয়ই বরং থাকে ক্ষতিকর পদার্থ; অনেক দেশেই গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শারীরের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে এই প্লাস্টিকের খেলনা।


সায়েন্স এলার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের মলে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। সম্প্রতি গবেষণায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গড়ে এক বছর বয়সী ছয় শতাংশ শিশুর মলে ১০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষণায় বলা হয়েছে, প্লাস্টিকের তৈরি চুষনি চোষা ও পাত্রে খাদ্যগ্রহণ, প্লাস্টিকের খেলনা মুখে দেওয়ায় প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুরা প্লাস্টিকের সান্নিধ্যে বেশি আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও