জীবজন্তুকে বিয়ে করেছেন যারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৫:৫০

বিয়ে আত্মার বন্ধন। চার হাত এক হওয়ার আনুষ্ঠানিকতা। বিয়ে মানেই আমরা বুঝি নারী ও পুরুষের এক হওয়াকে। একজন নারী অন্য একজন পুরুষের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হোন, তা সবারই জানা। সাধারণ নারীর সঙ্গে পুরুষের বিয়ে হলেও এই প্রথা ভেঙেছেন অনেকেই। আজকাল নারীর সঙ্গে নারীর কিংবা পুরুষে পুরুষে বিয়ের খবরও নতুন কিছু নয়। তবে খবর পুরোনো হলেও আরও যে খবরটি হয়তো আপনার অজানা রয়ে গেছে তা হচ্ছে, জড়বস্তু কিংবা পশু বিয়ে করা। হ্যাঁ, মানুষের সঙ্গেই বিয়ে হয়েছে কুকুর, বিড়াল, ঘোড়া এমনকি সাপের। এদেরকেই জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়ে সারাজীবন কাটিয়ে দিয়েছেন অনেকে। হয়তো মানুষের সঙ্গে জীবন কাটানোর আর ইচ্ছাটাই বাকি নেই। এজন্য পছন্দের গাছ, কেউবা লেপ-কম্বলটিকেই বিয়ে করে নিয়েছে। এক নারী তো আইফেল টাওয়ারকেই স্বামী বলে মানেন। এমনই আরও অনেক ঘটনা বিভিন্ন সময় ঘটেছে নানা দেশে। চলুন এমনই কয়েকজন মানুষের কথাই জেনে নেওয়া যাক- গোখরা সাপ কে বিয়েভারতের এই ব্যক্তি গোখরা সাপকে বিয়ে করেছেন। প্রায় ২০হাজার মানুষ এই বিয়েতে যোগ দান করেছেন। পুরুহিতের সামনে পুরো আধ ঘন্টা বসে থেকে এই বিয়ে সম্পন্ন হয়েছে। কুকুরের সঙ্গে বিয়েপ্রায় বিশ বছর আগে প্রথম বিয়ে করেন অ্যামান্ডা রজার্স। তারপর কয়েক মাসের মধ্যেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর বিশটি বছর কাটিয়েছেন প্রিয় পোষা কুকুরের সঙ্গে। একজন উপযুক্ত জীবনসঙ্গীর সব গুণ পোষা প্রাণীর মাঝে খুঁজে পেয়ে শেষমেশ বিয়েই করে বসেছেন কুকুরটিকে। ঘটনাটি ঘটেছে বৃটেনের দক্ষিণ লন্ডনে। আর দশটা বিয়ের আয়োজনের মতো তিনিও বিয়েতে অনুষ্ঠানের আয়োজন করেন। তৈরি করেন আলাদা করে বিয়ের পোশাক। বিয়ের অনুষ্ঠানে অ্যামান্ডা সেবাকে চুমুও খান। ২০০ অতিথি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে