কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা আক্রান্ত বিজেপি নেতাদের মমতার ফোন

জাগো নিউজ ২৪ কলকাতা প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৫:২৯

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিকরা প্রায়ই অভিযোগ করেন যে, রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জী তাদের প্রতি ‘অমানবিক’। বিরোধীদের যে কোনো মিটিং, মিছিল, সভা সরকারপক্ষ প্রায় জোর করেই বন্ধ করে দেয়। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার মোটেও ‘মানবিক’ নয়, বঙ্গ রাজনীতি থেকে মানবিক কথাটি উঠেই গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির ছোট থেকে বড় নেতা প্রত্যেকেই এসব বিষয়ে মমতা ব্যানার্জীর সরকার এবং তার ওপর ক্ষুব্ধ।


কিন্তু বিজেপিরই অতি পরিচিত মুখ নারায়ণ চট্টোপাধ্যায়ের ধারণা আজ থেকে বদলে যাচ্ছে। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। এর মধ্যেই হঠাৎ করেই তার কাছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, ফলমূল এবং হেলথ ড্রিঙ্কস পাঠানো হয়। প্রতিদিনই কলকাতায় যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের কাছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পৌঁছে যাচ্ছে হেলথ ড্রিঙ্কস, ফল এবং ফুলসহ শুভেচ্ছা বার্তা।


এই শুভেচ্ছা বার্তা পেয়ে সবাই বেশ খুশি। কোভিড পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজনীতিতে কোনো ভেদাভেদ দেখছেন না। তিনি যেমন সবার কাছে মানবিক এই মানবিকতাই ধরা পড়ছে প্রতিটি করোনা রোগীর কাছে। বিজেপি নেতা নারায়ন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি। হোম আইসোলেশনে থাকা অবস্থায় তিনিও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও