![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/10/novak-djokovic-100122-01.jpg/ALTERNATES/w640/novak-djokovic-100122-01.jpg)
আইনের কোর্টে জোকোভিচের জয়, থাকতে পারবেন অস্ট্রেলিয়ায়
টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল এবং তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে আটক রাখার যৌক্তিকতা খুঁজে না পেয়ে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলেছে অস্ট্রেলিয়ার একটি আদালত।
বিচারক অ্যান্থনি কেলি সোমবার তার আদেশে বলেছেন, পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ফেরত দিয়ে আধা ঘণ্টার মধ্যে জোকোভিচকে ছেড়ে দিতে হবে এবং তিনি অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন।