যে আমলে গোনাহ ধুয়ে যায়

বার্তা২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১০:২১

এমন কিছু আমল আছে, যা দ্বারা মানেুষের গোনাহ মাফ হয়। নফল ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দান-খয়রাত ও মানবকল্যাণমূলক কাজ এসবের অন্যতম। তেমনি একটি মানবকল্যাণমূলক আমল হলো, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। এ কাজের বিনিময়ে গোসলদাতার গোনাহগুলো আল্লাহতায়ালা ধুয়ে দেন। ইসলামে মাইয়্যেতকে গোসল দেওয়ার কাজকে অনেক ফজিলতের কাজ বলে ঘোষণা করেছে।


কোনো মুমিন-মুসলমান ইন্তেকাল করলে সুন্দরভাবে তার কাফন-দাফনের ব্যবস্থা করা অন্য মুসলিমদের দায়িত্ব। কেউ এগিয়ে আসবে কবর খননের জন্য, কেউ ব্যবস্থা করবে কাফনের, কেউ গোসল দেবে মাইয়্যেতকে। এভাবে সকলে মিলে তার সুন্দর কাফন-দাফনের ব্যবস্থা করবে। জানাজায় অংশগ্রহণ করবে, তার জন্য মাগফেরাতের দোয়া করবে, দাফন পর্যন্ত উপস্থিত থাকবে। এ সবই মুসলিমের ওপর মুসলিমের হক। এ সব আমলের ভিন্ন ভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিস শরিফে। এর মধ্য থেকে মাইয়্যেতকে গোসল দেওয়ার ফজিলত বর্ণিত হয়েছে বিশেষ গুরুত্বের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে