![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F21931b14-cfde-43bf-855e-eb3bcfa0e846%252F255288391_440629937422392_1406697791475644519_n.jpg%3Frect%3D0%252C0%252C1440%252C756%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
প্রেমিককে শ্রুতিই প্রথম ‘ভালোবাসি’ বলেছিলেন
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ০৯:০৪
‘কাপল চ্যালেঞ্জ’ বলে গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল এক মধুর অত্যাচার। লকডাউনে গৃহরুদ্ধ দম্পতিরা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সঙ্গীর সঙ্গে ছবি নয়তো ভিডিও পোস্ট করতে শুরু করেন। সেই যে শুরু হলো, যা আজও চলমান। সেই চ্যালেঞ্জের ভিডিও পোস্ট করেছেন দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসান। সেখানে জানা গেছে, প্রেমিককে তিনিই প্রথম ‘ভালোবাসি’ বলেছিলেন।
গতকাল রোববার প্রেমিক শান্তনু হাজারিকার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন শ্রুতি। সেখানে প্রথম প্রশ্ন ছিল, কে আগে আগ্রহ দেখিয়েছিল? দুজনেই জানান, শান্তনু। দ্বিতীয় প্রশ্ন, কে আগে ‘ভালোবাসি’ বলেছেন? উত্তর, শ্রুতি। তৃতীয় প্রশ্ন, কে বেশি আগলে রাখে? দুজনই পরস্পরের দিকে আঙুল নির্দেশ করেছেন। আর স্বীকার করেছেন, শ্রুতিকেই বেশি ঘর গোছাতে হয়, আর শান্তনুই বেশি বেশি খান।
- ট্যাগ:
- বিনোদন
- প্রেম
- ভালোবাসি
- শ্রুতি হাসান